কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সোমবার (২৪ জুলাই) বজ্রপাতে চকিরপাশা ইসলামিয়া দাখিল মাদরাসার ৯ শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতরা হলেন- আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্মা, আলী রাজ, ফারজানা ও সানজিদা।
মাদরাসার সুপার মানিক মিয়ার বরাত দিয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হিল জামান জানান, বিকালে বৃষ্টির মধ্যে তাদের টিনশেড শ্রেণিকক্ষে বসে থাকা অবস্থায় মাদরাসার ৯ জন ছাত্র বজ্রপাতে আহত হয়।
পরে তাদের চিকিৎসার জন্য রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের