November 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 8th, 2024, 7:45 pm

কুড়িগ্রামে ১৭১৫ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১

ইয়াবা ব্যবসার অভিযোগে কুড়িগ্রামের রৌমারী থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭১৫ ইয়াবা জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।

গ্রেপ্তার এনামুল হক রৌমারী ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের বাসিন্দা।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার এনামুলের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

—-ইউএনবি