October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 6th, 2023, 8:14 pm

কুমিল্লায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলায় সংঘর্ষের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিকে কেন্দ্র করে সোমবার সকালে একই সময়ে বিক্ষোভ মিছিল ও সভা করতে গেলে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

ওসি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে পুলিশ।

এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলেও জানান তিনি।

—-ইউএনবি