September 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 9th, 2022, 7:17 pm

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার বেলা পৌনে ১২টার দিকে বিজয়পুর লেভেল ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মীম (১২), তাসফিয়া (১১) ও রিমা (১১)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত পাল জানান, বেলা পৌনে ১২টার দিকে দিকে চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী’ ট্রেন লেভেল ক্রসিংয়ের কাছে রেললাইন পার হওয়ার সময় তিনজনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার পর স্থানীয় লোকজন কুমিল্লা-নোয়াখালী রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে।

—ইউএনবি