October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 31st, 2022, 4:07 pm

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চারজন নিহত ও দু’জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান্দিনার মাধাইয়া এলাকার তন্নী (২০), তার ১০ মাস বয়সী মেয়ে মুনতাহার, তন্নীর খালা রেজিয়া খাতুন ও অটোরিকশাচালক হাবিবুল্লাহ।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, চট্টগ্রামগামী বাসটি দুপুর ১২টার দিকে ধামতি এলাকায় মহাসড়কের ওপর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী যাত্রী নিহত ও চারজন আহত হয়।

পরে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও দু’জন মারা যায়।

—-ইউএনবি