September 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 26th, 2023, 8:56 pm

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে ভাইবোন নিহত, আহত ৫

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় অন্য আরেকটি পরিবারের তিনজনসহ মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ মে) দুপুরে উপজেলার গৌরীপুর-মতলব সড়কের শেখবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল- আমিন (৩৫) এবং তার বড় মেয়ে ছালেহা বেগম(৪৫)।

আহতেরা হলেন- মো. নাজমুল (২৫), তার স্ত্রী রিনা আক্তার (২২) ও কন্যাশিশু নুসরাত (৩), অপর যাত্রী রোকসানা (৩০ ) এবং অটোরিকশা চালক শান্ত (২০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদর্শন জানান, ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন মারা যান। বাকিদের ঢাকায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার কাজ চলছে। সিএনজি অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।

—-ইউএনবি