কুমিল্লার লাকসামে সদ্য বসানো একটি নলকূপ থেকে দিন-রাত অনবরত গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার আজগরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটার পূর্ব পাড়া আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
রবিবার (১৭ ডিসেম্বর) ঘটনাস্থলে গিয়ে দেখা যায় উৎসুক লোকজনের ভিড়। পাশেই বসানো নলকূপ থেকে পানি ও স্বশব্দে গ্যাস বের হচ্ছে।
লোকজন নলকূপের গ্যাসে আগুন ধরিয়ে দিলে অনর্গল জ্বলতে থাকে।
বাড়ির মালিক আবুল কালাম বলেন, আমার ভাগ্নেকে থাকার জন্য এ জায়গাটা দিয়েছি। তারা সেখানে ঘর উঠাচ্ছে। রবিবার সকাল ৮টা থেকে মিস্ত্রিরা নলকূপটি বসায়। বেলা ১১টায় কাজ শেষ করার পর দেখা যায়, কোনো চাপ ছাড়াই পানি পড়ছে। নলকূপের মুখ দিয়ে গ্যাসও বের হচ্ছে। এ সময় ছেলেরা গ্যাসের মধ্যে দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি