December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 27th, 2024, 7:41 pm

কুমিল্লায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লার হোমনায় প্রবাসী স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বুধবার (২৭ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দিয়েছেন।

নির্দোষ প্রমাণিত হওয়ায় মো. শাহজাহান নামে এক আসামিকে বেকসুর খালাস দেন বিচারক।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু ইউসুফ মুন্সী বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৩ সালের ৯ জুন ঢাকায় যাওয়ার উদ্দেশে হোমনার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আবদুল জলিল। পরদিন বাহের খোলা এলাকার রাস্তার পাশ থেকে জলিলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেন ভাই তাজুল ইসলাম।

পরে আব্দুল জলিলের স্ত্রী শাহানাজ বেগম, মো. শাহজাহান, মো. কুদ্দুস মিয়া, আবদুল খালেক ও মো. রাজিব নামে ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষ এ মামলায় মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তারা সকলে পলাতক রয়েছেন।

—–ইউএনবি