December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 3rd, 2021, 8:15 pm

কুমিল্লায় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কুমিল্লার দাউদকান্দিতে পুকুর খনন করতে গিয়ে প্রায় ১০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের গোয়ালী গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক মেম্বার জানান, ‘গোয়ালী গ্রামের কবরস্থানের মাটি ভরাট করতে গিয়ে পুকুর খনন করার সময় শ্রমিকরা মূর্তিটি পায়। এলাকার কিছু লোকজন মূর্তি পাওয়ার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। বিষয়টি জানার পর আমি পুলিশকে খবর দিলে রাত ৯টার সময় পুলিশ এসে মূর্তিটি থানায় নিয়ে যায়। মূর্তিটির ওজন প্রায় ১০ কেজি হবে, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে।

কবরস্থান ভরাট কাজের দায়িত্ব পালনকারী চরগোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বুলবুল আহম্মেদ বলেন, ‘২০-২৫দিন আগে মাটি কাটার সময় আমরা মূর্তিটি পাই। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় পুলিশকে জানাতে পারিনি।‘

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতেই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। দৈর্ঘ ২৩ এবং প্রস্থ সাড়ে নয় ইঞ্চির মূর্তিটি কেউ বলছে বিষ্ণু মূর্তি, কেউ বলছে কষ্টি পাথরের। এক্সপার্ট দিয়ে যাচাই করার পর কোনটি সঠিক বলা যাবে। তবে মূর্তিটির বেশ ওজন রয়েছে।

–ইউ এন বি