কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় পাঁচজন নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে সদর দক্ষিণ উপজেলার কনেশতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার রাকিবুল হাসান রনি (১৯) বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা।
কুমিল্লা র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রনির ড্রাইভিং লাইসেন্স নেই। তাকে রবিবার দুপুরে বুড়িচং থানায় হস্তান্তর করা হবে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গত শুক্রবার বুড়িচং সিন্দুরিয়া তুঁত বাগান এলাকায় ড্রাম ট্রাকচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় নিহত অটোরিকশা চালকের ছেলে স্বপন বাদী হয়ে বুড়িচং থানায় ওই চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেপ্তার রনিকে আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
রমনার বটমূলে বোমা হামলা: নারায়ণগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে ৫ কৃষিশ্রমিক নিহত
বিজয়নগরের সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৯