October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 24th, 2021, 1:12 pm

কুমিল্লায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, আহত ৭

কুমিল্লার লাকসামে বাসের সঙ্গে কাভার্ডভ্যান সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার চন্দনা বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনায় আহত হয়েছেন সাত জন।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাতে লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ মাকসুদুল হাসান জানান, চন্দনা এলাকায় সংস্কার কাজের জন্য মহাসড়কের ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। নোয়াখালীমুখী লেনে যান চলাচল করছিল। ভোরে ঢাকাগামী হিমাচল এক্সপ্রেসের বাসের সাথে নোয়াখালীগামী কাভার্ডভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি পাশে ডোবায় পড়ে যায়। কাভার্ডভ্যানটি রাস্তার বিভাজকে উঠে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় বাসের সাত যাত্রী আহত হয়েছেন।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।

—ইউএনবি