October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 20th, 2022, 7:58 pm

কুরুচিকর মন্তব্যের কড়া জবাব দিলেন গায়িকা

অনলাইন ডেস্ক :

শুরু হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’। জি বাংলার এই রিয়ালিটি শো-এ মেন্টরের ভূমিকায় রয়েছেন অন্যতম সঙ্গীত শিল্পী জোজো মুখোপাধ্যায়। রিয়ালিটি শো-এর শুরুর পর্বগুলিতে গান গেয়েছেন তিনিও। প্রতিযোগীদের সঙ্গে গলাও মেলাতে দেখা গিয়েছে তাঁকে। এরপরই গানের জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কুরুচিকর মন্তব্যের কড়া জবাবও দিয়েছেন জোজো। শো-এর নানা ছবি ফেসবুকে পোস্ট করেছেন গায়িকা। গানের ভিডিও ক্লিপও শেয়ার করেছেন। সেই নিয়েই কুরুচিকর মন্তব্য! কিন্তু কী মন্তব্য, সে বিষয় প্রকাশ্যে কিছু বলেননি গায়িকা। জোজো ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সারেগামাপা-এর মঞ্চে আমার গান নিয়ে যাঁরা কুরুচিকর মন্তব্য করেছেন তাঁদের বলি আমার সত্যিই সব কথায় মন ভাঙে না বরং নিজের কাজকে আকড়ে ধরে আরও এগিয়ে যাওয়ার সাহস পাইৃখুব ভালো থাকবেন আপনারা। ভগবান আপনাদের মঙ্গল করুন। ’অবশ্য জোজোর পাশো দাঁড়িয়েছেন অনেকেই। ফেসবুকে ওয়ালেস নাগ নামের একজন লিখেছেন, সবথেকে বড় কথা একদিনের কোন ভিডিও বা সোশাল মিডিয়া ভাইরাল হয়ে জোজো মুখার্জী তৈরি হননি। দীর্ঘ বছরের তপস্যায় গড়া আপনার সিংহাসন চির অক্ষত থাকবে। আপনার মতো শিল্পী এবং যোদ্ধাকে নতজানু প্রণাম। হেমা মুনসি বলছেন, তোমার গানের জগতে নাম টা খুবই উজ্জ্বল, অতএব কে কোথায় ভুল মন্তব্য করেছেন সেই নিয়ে মাথা ঘামিওনা। দেবা ব্যানার্জি বলছেন, ক্যাসেট যুগে টিফিনের পয়সা জমিয়েও তোমার ক্যাসেট কিনতাম, এতটাই পছন্দ করতাম তোমার ভোকাল, আজও করি। ওরা কারা যারা তোমাকে কুরুচিকর মন্তব্য করে। তাদের মস্তিস্কের সুস্থতা কামনা করি। আলটপকা মন্তব্য করা খুব সহজ, একজন জোজো মুখার্জি হয়ে দেখাক তারা, ফেটে যাবে। একজন গুণী শিল্পীর পাশাপাশি, একজন অসাধারণ পজিটিভ মানুষ তুমি। ওদের তোমার স্টাইলে জাস্ট ইগনোর করে তুমি শুধু গানে থাকো দিদি। ভালো থেকো, সুস্থ থেকো। আমার মত বহু মানুষের পছন্দের শীর্ষ তালিকায় তুমি ছিলে, আছো, থাকবেও।