জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চাকুরী জাতীয়করণের দাবিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২৫ জুলাই মঙ্গলবার এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। উপজেলা ৩২টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ মানব বন্ধন কর্মসূচিতে অংশ নেন। কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, প্রধান শিক্ষক মো. সাহিদুর রহমান, প্রধান শিক্ষক মো. আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান ও কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষামন্ত্রীর সম্প্রতিককালের বক্তব্য দেশের শিক্ষা ও বর্তমান আন্দোলন পরিপন্থী। অবিলম্বে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে সরকারিকারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের