November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 20th, 2023, 5:59 pm

কুলাউড়ায় আর্তনাদের ঈদ উপহার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় মানুষের সাহায্য তহবিল ‘আর্তনাদ’-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত অর্ধ শতাধিক শিশুর মধ্যে ঈদের উপহার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কুলাউড়ার শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিশুদের ঈদের নতুন কাপড় অর্ধশতাধিক মানুষের মধ্যে আর্তনাদের প্রতিষ্ঠাতা পরিচালক উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এম. মছব্বির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, ইউপি সদস্য হাসিনা আক্তার ডলি, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ওয়াকিফ খান, মাহমুদুল হাসান মারুফ, কেবিসি রিপোর্টার তানিম ইকবাল চৌধুরী, বিজনেস টুডে প্রতিনিধি আজহার মুনিম শাফিন প্রমুখ।

আর্তনাদের প্রতিষ্ঠাতা পরিচালক উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম বলেন, ‘আর্তনাদ’ সংগঠন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয়। এ পর্যন্ত ঈদের নতুন জামা, শীতবস্ত্র, রোগাক্রান্ত মানুষ, করোনাকালীন সংকটের সময়সহ বিভিন্ন অসহায় প্রায় দেড় হাজার মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়াতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমানের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা না থাকলে এ সংগঠনকে নিয়ে এত দূর আসা সম্ভব হতো না।