October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 27th, 2022, 9:01 pm

কুলাউড়ায় পাঁচ শতাধিক পথচারী ও সুবিধাবঞ্চিতদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়েছে, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

২৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে কুলাউড়া পৌরসভার সম্মুখে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সায়হাম রুমেলের পরিচালনায় ইফতার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু। বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: জামাল হোসেন, পৌর যুবলীগের আহবায়ক শাহিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এহসান আহমদ টিপু সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

—প্রেস বিজ্ঞপ্তি