October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 20th, 2022, 5:27 pm

কুলাউড়ায় সফি আহমদ সলমান আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান এর আয়োজনে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের পরিচালনায় রোববার (২০ নভেম্বর) কুলাউড়ায় প্রথমবারের মত এক দিনের আন্তর্জাতিক

র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত দাবা টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ৪০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে ক্যাশমানি পুরস্কার বিতরণ করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দাবা প্রতিযোগিতার আয়োজক এ কে এম সফি আহমদ সলমান।

এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের সভাপতি এম. মছব্বির আলীর সভাপতিত্বে এবং সাংবাদিক মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান খোন্দকার, মৌলভীবাজার জেলা দাবা সমিতির সভাপতি এডভোকেট মোশতাক আহমদ মম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন কুমার দেবনাথ, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউ এস এ (ইনক) এর সাধারন সম্পাদক জাবেদ আহমদ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী ও কুলাউড়া থানার এএসআই তাজুল ইসলাম প্রমুখ।

৭ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে অনুষ্টিত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হোন ঝিনাইদহের দাবাড়ু এম ডি আবজিদ রহমান, ২য় হোন টাঙ্গাইলের দাবাড়ু মাসুম হোসাইন, ৩য় হোন মানিকগঞ্জের দাবাড়ু জাবেদ আল আজাদ, ৪র্থ হোন মৌলভীবাজারের দাবাড়ু আব্দুল জলিল, ৫ম হোন নারায়নগঞ্জের দাবাড়ু মোঃ আবু হানিফ, ৬ষ্ট হোন সিলেটের দাবাড়ু শ্রী সুকেন, ৭ম হোন মৌলভীবাজারের দাবাড়ু শাহ মো: সাইফুল আলী, ৮ম হোন মৌলভীবাজারের দাবাড়ু জাবের আল হামিদ। এছাড়াও মহিলাদের জন্য নির্ধারিত ৯ম ও ১০ পুরস্কার পান শ্রাবনী আক্তার ও হামিদা বেগম ঝুমা। অনুর্ধ্ব ১৪ ক্যাটাগরিতে ১১তম ও ১২ তম হোন ইশান খান ও আহনাফ হক আফিফ। খেলায় প্রধান আর্বিটারের দায়িত্ব পালন করেন হাসনাত এলাহী চৌধুরী, তাকে সহযোগিতা করেন দাবাড়ু আতিকুর রহমান খান শামিম ও দাবাড়ু দেলোয়ার হোসেন চৌধুরী শাহেদ।