October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 14th, 2022, 6:02 pm

কুলাউড়ায় সেই বিতর্কিত উপজেলা প্রকৌশলীর উপর হামলা

জেলা প্রতিনিধি মৌলভীবাজার :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম মৃধার উপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে সোয়া ৫টায় কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় আলিশান ভবনের সামনে এই ঘটনাটি ঘটে। এসময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

৮ আগস্ট সোমবার দুপুরে ৩ জনের নামোল্লেখসহ ৫-৬ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম।

পুলিশ জানায়, প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা শহরের মাগুরা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হন। একপর্যায়ে কয়েকটি মোটরসাইকেলে করে আসা পাঁচ-সাত জন যুবক পথরোধ করে প্রকৌশলীর উপর অতর্কিত হামলা চালায়। পরে যুবকেরা তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করে ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা ফোন ধরেননি। তাই তার বক্তব্যে নেয়া সম্ভব হয়নি। কুলাউড়া থানার ওসি মো: আব্দুছ ছালেক সোমবার বিকেলে মুঠোফোনে মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রকৌশলী বাদী হয়ে ৩ জনের নামোল্লেখসহ আরো ৫-৬ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করেন। জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, কুলাউড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম মৃধার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে উপজেলা প্রকৌশলীকে জরুরী ভিত্তিতে কুলাউড়া থেকে অপসারণের জন্য উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। যার অনুলিপি মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য, প্রধান প্রকৌশলী (এলজিইডি), অতিরিক্ত প্রধান প্রকৌশলী সিলেট অঞ্চল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিলেট, নির্বাহী প্রকৌশলী, মৌলভীবাজার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়েছে। এদিকে এই প্রকৌশলীর বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত কাজে প্রধান শিক্ষকদের কাছ থেকে ঘুষ চাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। তারা উপজেলা চেয়ারম্যান বরাবরে পৃথক আরেকটি লিখিত অভিযোগ দিয়েছেন।

‘‘উপজেলা প্রকৌশলীর অপসারণের দাবি ১৩ ইউপি চেয়ারম্যানের’’ শীর্ষক একটি সংবাদ ২৪ জুলাই নিউ নেশনসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হয়েছিলো। রিপোর্টে উল্লেখ করা হয়,