কুষ্টিয়ায় এক কলেজ শিক্ষকের ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন ব্রীজের ওপর এ ঘটনা ঘটে।
হামলার শিকার আহত কলেজ শিক্ষক তোফাজ্জেল বিশ্বাস (৫২) কুমারখালী বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং ওই উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা বিশ্বাসের ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, তোফাজ্জেল বিশ্বাস বংশীটোলা নতুন সেতুতে পৌঁছালে ১০-১৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তার ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
তীব্র শিক্ষক সঙ্কট নিয়েই চলছে সরকারি মেডিকেল কলেজগুলো
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের কিছু করার নেই: আইনমন্ত্রী
মার্কিন ভিসা নীতির কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না: আইজিপি