কুষ্টিয়ার মিরপুরে বাস ও রিকশা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে উপজেলার নওদাপাড়া এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহত লিটন (৪২) উপজেলা আমলা ইউনিয়নের বিল আমলা এলাকার আবু তালেবের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, চালক লিটন রিকশভ্যানে যাত্রী নিয়ে মিরপুর বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নওদাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস সঙ্গে তার ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক লিটন নিহত হন। এই ঘটনায় রিকশা ভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তাদেরকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, এঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক মাসুদ পালিয়ে গেছে। তিনি শারীরিক প্রতিবন্ধী। তার বাড়ি মিরপুর উপজেলার মশান গ্রামে।
—ইউএনবি
আরও পড়ুন
স্বৈরাচারের প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: ড. ইউনূস
বাংলাদেশে পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণে সহায়তা বাড়াবে চীন: সৈয়দা রিজওয়ানা হাসান
ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেপ্তার ৫