October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 12th, 2021, 9:56 pm

কুষ্টিয়ায় শিশুকে গলা কেটে হত্যা, ফুপু আটক

জেলা প্রতিনিধি :

কুষ্টিয়ার মিরপুরে ৬ বছরের শিশু জান্নাতুল জান্নাত হত্যার ঘটনায় নিহতের ফুপুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ আগষ্ট) দুপুর ২টায় কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার খাইরুল আলম। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বুধবার কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মশান শাহাপাড়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জান্নাতুলকে হত্যার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে শিশুটির আপন ফুপু জহুরা খাতুনকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে জহুরা এ হত্যার কথা স্বীকার করেন। পুলিশ সুপার খাইরুল আলম আরো জানান, নিহত শিশু জান্নাতুলের মা আঁখি বেগম পারিবারিক বিরোধের জেরে কয়েকদিন আগে তার ননদ জহুরাকে বাড়ি থেকে বের করে দেন। এতে জহুরা চরমভাবে ক্ষুব্ধ হন। পরে গত বুধবার বিকেলে জান্নাতুল ফুপুর বাড়িতে খেলা করতে গেলে জহুরা কৌশলে তাকে রান্না ঘরে নিয়ে বটি দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য প্লাস্টিকের ব্যাগে ভরে বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে রাখে। এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা।