October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 19th, 2021, 7:01 pm

‘কুস্তিগির’ সিনেমায় বাপ্পির সঙ্গে লড়বেন সাঞ্জু জন

অনলাইন ডেস্ক :

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। সেখানে থেকেই নতুন ছবির খবর জানালেন। ছবিটির নাম ‘কুস্তিগির’। পরিচালনা করবেন শাহীন সুমন। এখানে তার বিপরীতে অভিনয় করবেন জাহারা মিতু। এবার জানা গেল, ছবিতে বাপ্পির সঙ্গে কুস্তি লড়তে হাজির হবেন অভিনেতা সাঞ্জু জন। তিনি ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বাপ্পির পাশাপাশি তাকেও এই সিনেমায় কুস্তিগিরিরের ভূমিকায় দেখবেন দর্শক। বিষয়টি নিশ্চিত করে শাহীন সুমন বলেন, ‘সাঞ্জু জন আমার আদরের ছোট ভাই। খুব পরিশ্রমী ও মেধাবী একজন অভিনেতা। তাকে আমার ‘কুস্তিগির’ সিনেমাতে নায়ক হিসেবে পাচ্ছি। ভালো লাগছে। বেশ চমক আছে ওর চরিত্রটিতে। ওর সঙ্গে পারফেক্ট চরিত্রটি। আশা করছি একটা জমজমাট সিনেমা উপহার দিতে পারবো দর্শককে।’ ‘কুস্তিগির’ সিনেমায় কাজ করা প্রসঙ্গে সাঞ্জু জন বলেন, ‘শাহীন সুমন ভাই আমাদের ইন্ডাস্ট্রির একজন বরেণ্য নির্মাতা। তার প্রায় সব সিনেমাই সুপারহিট। এমন একজন লাকী ও গুনি নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে ভালো লাগছে। সঙ্গে বাপ্পি, মিতুসহ চমৎকার কয়েকজন সহশিল্পী পাবো। একটা দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার অপেক্ষা করছি।’ শাহীন সুমন জানান, ছবিতে দেখা যাবে স্থানীয় প্রভাবশালী চেয়ারম্যানের ছেলে সাঞ্জু জন। সে ভালো কুস্তিগির। বাপ্পির সঙ্গে তার জমজমাট এক লড়াই চলমান থাকে সিনেমায়। আগামী ২২শে ডিসেম্বর গাজীপুরের হোতাপাড়ায় ‘কুস্তিগির’ ছবির শুটিং শুরু হওয়ার কথা জানান শাহীন সুমন।