জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :
শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এমপি পর্যটন কেন্দ্র সাগর কন্যা কুয়াকাটার সৈকতে দাঁড়িয়ে দেখলেন সূর্যাস্তের মনলোভা দৃশ্য। আর সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন। রবিবার শেষ বিকেলে এমন দৃশ্যই তাঁর ফেইসবুক পেইজে লাইভ করেছেন তিনি। এছাড়া সমুদ্রের জলরাশি ও তীরে আছরে পরা একের পর এক ছোট ছোট ঢেউ অবলোন করেছেন। এসব দৃশ্য বেশ কিছু সময় খালি পায়ে দাঁড়িয়ে উপভোগ করেন ও ছবি তুলেন মন্ত্রী। এর আগে দুপুর ২টায় শিক্ষা মন্ত্রী সড়ক পথে কুয়াকাটা একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তি যোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।
রাতে শিক্ষা মন্ত্রণালয়ের “চুড়ান্তকরন বিষয়ক রিট্রিট কর্মশালায়” অংশগ্রহণ করে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগের কথা রয়েছে। তার সাথে সফরসঙ্গী ছিলেন একান্ত সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মহাপরিচালক প্রফেসর নেহাল আহম্মেদ। সোমবার দুপুর ২টায় কুয়াকাটা ত্যাগ করবেন বলে জানা গেছে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি