December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 14th, 2023, 8:21 pm

কুয়াকাটায় বাসের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):

কুয়াকাটায় গ্রীন লাইন পরিবহনের একটি বাসের চাপায় কমল দাস (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাতটায় দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত কমল কলাপাড়া পৌরশহরের জগন্নাথ আখড়াবাড়ী এলাকার মৃত ধিরেন্দ্র নাথ দাসের ছোট ছেলে। সে একজন ঠিকাদারী ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমল দাস সকালে মোটরসাইকেল যোগে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। নয়াপাড়া এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ পোষ্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। চালক ও হেলাপার পলাতক রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।