October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 7th, 2021, 6:42 pm

কৃতির সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফেরালেন বিজয়

অনলাইন ডেস্ক :

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপাতি। বৈচিত্রময় চরিত্রে পর্দায় হাজির হয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। নায়কোচিত চেহারা না হলেও অভিনয় গুণে সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ‘উপেনা’ সিনেমার মাধ্যমে চলতি বছরের শুরুতে তেলেগু সিনেমায় পা রাখেন বিজয়। সিনেমাটিতে কৃতী শেঠির বাবার ভূমিকায় দেখা যায় তাকে। এতে কৃতির অভিনয় দেখে প্রশংসা করেছিলেন তিনি। কিন্তু সেই কৃতির সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফেরালেন বিজয়। ‘উপেনা’ সিনেমার পর তামিল ভাষার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বিজয়। এতে তার বিপরীতে অভিনয়ের জন্য পরিচালক কৃতী শেঠিকে ভেবেছিলেন। কিন্তু বিজয় এই প্রস্তাব প্রত্যাখান করেছেন। গালতে ডটকমে বিজয় সেতুপাতি বলেনÑ‘‘উপেনা’ সিনেমায় আমি কৃতির বাবার চরিত্রে অভিনয় করেছি, এ তথ্য বোধহয় এই টিম জানে না। আমি তাদের বলেছি, মেয়ে হিসেবে কল্পনা করার পর তার সঙ্গে কীভাবে আমি রোমান্স করব?’’ ব্যাখ্যা করে বিজয় বলেন, ‘‘উপেনা’ সিনেমায় যখন আমরা ক্লাইমেক্সে দৃশ্েযর শুটিং করছিলাম, তখন কৃতিকে বলেছিলাম, তুমি আমাকে তোমার বাবা কল্পনা করো। ওই সময়ে আমার ছেলের বয়স ১৫ বছর। কৃতির চেয়ে বয়সে কিছুটা ছোট। আমি কৃতিকে নিজের মেয়ের মতোই দেখি, পর্দায় আমি তার সঙ্গে রোমান্স করতে পারব না।’’ তামিল, তেলেগু ও হিন্দি ভাষার মোট ১৪টি সিনেমার কাজ এখন বিজয়ের হাতে রয়েছে। এর মধ্যে পাঁচটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। আর ৯টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।