October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 15th, 2023, 3:50 pm

কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম এর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছে বাকৃবি এ্যাব

অনলাইন ডেস্ক :

এগ্রিকালচারিস্ট’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) বাকৃবি ইউনিট, ময়মনসিংহ,  এর সভাপতি প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভুইয়া
সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক মেধাবী ছাত্রনেতা, বাকৃবি কৃষিবিদ পরিবারের গর্ব, বারবার কারানির্যাতিত নেতা, কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) এর গণমানুষের নেতা কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীমকে মিথ্যা ও বানোয়াট মামলায় ৪ বছরের ফরমায়েশী সাজা দেওয়ার ঘটনায় এ্যাব বাকৃবি শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মোঃ শাহজাহান, জাতীয় পার্টির মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ ও মনিরুল হক ফরাজীসহ বিএনপির নেতৃবৃন্দকে ৪ (চার) বছরের সাজা দেয় এবং আইনি প্রক্রিয়ার বাধ্যবাধকতার কারনে গত ৭ই নভেম্বর  আদালতে আত্মসমপর্ণের জন্য গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করে। আমরা এই অবৈধ রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনাই্ সরকার ক্ষমতা টিকিয়ে রাখার অন্য কোন উপায় না পেয়ে অত্যাচারের পথ বেছে নিয়েছে। কিন্তু এভাবে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা যাবে না। তারেক রহমানের নেতৃত্বে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সতের কোটি জনগনের বাংলাদেশ আজ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এক ও ঐক্যবদ্ধ। বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ।