November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 8th, 2022, 8:24 pm

কৃষ্ণ সাগর থেকে ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক :

কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। নগর কর্তৃপক্ষের কর্মকর্তারা টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানান। খবর বিবিসির। খবরে বলা হয়, অতি সম্প্রতি ওডেসা শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রাশিয়া কৃষ্ণ সাগর থেকে এ হামলা চালায় বলে জানান তারা। হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা হয়, হামলার কারণে ওডেসায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। শুরু হওয়া আগ্রাসন ৪৪ দিনে গড়িয়েছে। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ। সম্প্রতি রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে। এরপর থেকেই ওডেসায় হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো।