October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 5th, 2021, 8:26 pm

কেনিয়ায় নদীতে বাস পড়ে ২০ জন নিহত

অনলাইন ডেস্ক :

কেনিয়ার পূর্বাঞ্চলে বন্যার পানিতে ডুবে থাকা সেতু পার হতে গিয়ে একটি বাস নদীতে পড়ে গেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। গত শনিবার দেশটির কিতুই কাউন্টির এনজিউ নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর চ্যারিটি এনগিলু এক টুইটে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বাসটি ডুবে যাওয়ার পর সেখান থেকে ১৭ জনকে জীবিত উদ্ধার করা গেছে। কেনিয়া রেড ক্রস ও নিরাপত্তা সংস্থাগুলো সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে পূর্ব আফ্রিকার এ দেশটির বিভিন্ন অংশে অস্বাভাবিক ভারি বৃষ্টিপাত হয়। তাতে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিতুই কাউন্টির ঘটনার একটি ভিডিও প্রচার করা হয়েছে স্থানীয় সিটিজেন টেলিভিশনে। নদী উপচে তলিয়ে যাওয়া একটি সেতু পার হওয়ার চেষ্টা করছিল একটি বাস। মাঝ বরাবর যাওয়ার পর প্রচন্ড-স্রোতের ধাক্কায় সেটি নদীতে ডুবে যায়।