অনলাইন ডেস্ক :
সিঙ্গাপুরে চিকিৎসাধীন নায়ক, সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা উন্নতির দিকে। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান। তিনি বলেন, আপনাদের মিয়া ভাই এক মাসের বেশি সময় ধরে কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আরও কিছুদিন লাগবে ঠিক হতে। তার জন্য সবাই দোয়া করবেন। এর আগে প্রায় ৬ মাস আইসিইউতে ছিলেন ফারুক। গত মার্চের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ নায়ক। গত ২১শে মার্চ থেকে আইসিইউতে ছিলেন তিনি। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘সারেং বৌ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘মিয়া ভাই’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’ ইত্যাদি।
আরও পড়ুন
বইমেলায় প্রকাশ পেল ‘রুপালি গিটার’
‘মেঘদল’ এবার কোক স্টুডিও বাংলায়
সজল প্রসঙ্গে যা বললেন ডলি জহুর