October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 6th, 2022, 7:44 pm

কেমন কাটলো রাশমিকার জন্মদিন?

অনলাইন ডেস্ক :

ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। দক্ষিণী সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও এখন বলিউডেও কাজ করছেন। গত মঙ্গলবার ছিল ‘ভারতের জাতীয় ক্রাশ’ হিসেবে পরিচিত রাশমিকার জন্মদিন। এবারের জন্মদিনটা কীভাবে কাটালেন তিনি? এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন ‘এবারের জন্মদিনটা কাজের মধ্যে দিয়েই কেটেছে। আমার কাছে সবচেয়ে ভালো জন্মদিন উদযাপন হলো কাজ ও আমি যা পছন্দ করি সেটির মধ্যে থাকা। জন্মদিনে নিজের মতো সময় কাটানোর জন্য টিমের কাছ থেকে আধা বেলা সময় পেয়েছিলাম। এই সময় বন্ধু ও ঘনিষ্ঠজনদের সঙ্গে দেখা করেছি। বাকি দিন শুটিংয়ের জন্য ভ্রমণ করতে হয়েছে।’ রাশমিকার অসংখ্য ভক্ত। গত বছর ‘পুষ্পা’ সিনেমাটি মুক্তির পর তা আরো বেড়েছে। আগের চেয়ে তাই তার কাছে ভক্তদের প্রত্যাশাও বেশি। আর এই অভিনেত্রীর মতে, প্রত্যাশার কারণে একটু চাপ মনে হলেও দিন শেষে তিনি ভক্তদের জন্যই। রাশমিকা মান্দানা বলেন, ‘যদি বলি চাপ কাজ করে না মিথ্যা বলা হবে। কিন্তু আমি ভক্তদের জন্যই। তারা যখন আমার কাজ পছন্দ করে আমার ভালো লাগে। তাদের ভালো লাগা আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। এখন যা করছি আরো পরিশ্রম তার চেয়ে ভালো কিছু করতে উদ্বুদ্ধ করে। তাই আমি কী চাই আর তারা কী চায় দু’টোর ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি।’ ‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর ভক্তদের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছেন রাশমিকা। এই অভিনেত্রী বলেন, “আমি সব সময়ই পুষ্পা টিম ও ভক্তদের প্রতি কৃতজ্ঞ থাকবো। এই ভালোবাসা আমাকে ‘পুষ্পা: দ্য রুল’সহ আমার অন্য সিনেমাগুলোর জন্য আরো পরিশ্রম করতে উদ্বুদ্ধ করছে। ‘পুষ্পা’ সিনেমাটি ভাষার প্রতিবন্ধকতা ছাড়িয়ে গেছে।” বর্তমানে ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শুটিং করছেন রাশমিকা। ‘মিশন মজনু’, ‘গুডবাই’ সিনেমায় দেখা যাবে তাকে। ‘কবির সিং’ সিনেমাখ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাংগার ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে তাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।