September 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 28th, 2021, 7:42 pm

কেমন পুরুষ পছন্দ করেন এষা গুপ্তা?

অনলাইন ডেস্ক :

ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় স্পষ্ট কথা বলতে পছন্দ করে বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। বেশ কিছুদিন আগে প্রেমিক ম্যানুয়েল ক্যাম্পোজের সঙ্গে সম্পর্ক নিয়ে খবরের শিরোনামে আসেন অভিনেত্রী। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে এই সম্পর্কের কথা স্বীকার করেননি। তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন রটার প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘সোশ্যাল মিডিয়া কিংবা যা রটে তাকে কেন্দ্র করেই মানুষ ভেবে ফেলেন যে তারা আমার সম্পর্ক বুঝি অনেক কিছু জেনে ফেলেছেন। কিন্তু আমি ব্যক্তিগত জীবনকে অত্যন্ত ব্যক্তিগত রাখতে পছন্দ করি। পরিবার, বন্ধু এই সবকিছুই আমার ব্যক্তিগত জীবন। এগুলো আমি গোপনে রাখতেই পছন্দ করি। তাই অনেক জায়গায় অনেক কিছু লেখা হয় আমার নামে। কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না।’ রোববার ছিলো এষা গুপ্তার জন্মদিন। চলতি বছর ৩৬-এ পা দিলেন অভিনেত্রী। এই মুহূর্তে তিনি জয়পুরে ভাইয়ের বিয়ে উপভোগ করতে ব্যস্ত। বিয়ে এবং কেমন পুরুষ পছন্দ সেই সম্পর্কে বলতে গিয়ে এক সাক্ষাৎকারে এষা গুপ্তা বলেন, ‘আমাদের পরিবারে পুরুষের তুলনায় নারীরা অনেক বেশি সফল। আর আমাদের পরিবারে মেয়েদেরকেও স্বাধীনভাবে বাঁচার শিক্ষা দেওয়া হয় অভিভাবকের পক্ষ থেকে। আমরাও সেভাবেই বড় হয়েছি। হয়তো আমি কোনও ধনী পরিবারের ছেলেকে বিয়ে করলাম। আর তারপর সে আমাকে ছেড়ে চলে গেল। আমি এমন পরিস্থিতিতে পড়তে চাই না। আমি এমন একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই যে আমাকে সমর্থন করবে। এবং আমাকে বদলে দেওয়ার চেষ্টা করবে না। কারণ, আমি স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করি। বিয়ের পর আমার পদবীও পরিবর্তন করতে চাই না।’ বিনোদনের জগতে কাজ করার পাশাপাশি খেলাধুলোতেও সমান আগ্রহ রয়েছে এষা গুপ্তার। এষা খেলাধুলো নির্ভর কোনও ছবিতে অভিনয় করতে চান। এই প্রসঙ্গে বললেন, ‘এটা আমার কাছে স্বপ্নের মতো। পিটি উষা জি-র ছবিতে কাজ করতে পারলে খুব ভালো লাগবে। হর্স রাইডিং থেকে স্কাই ডাইভিং এমনকি ডিপ সি ডাইভিংও পছন্দ করি।’