October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 9th, 2022, 8:11 pm

কেমন হলো আদর-বুবলী’র রোমান্স?

অনলাইন ডেস্ক :

প্রকাশ পেয়েছে মুক্তির অপেক্ষায় থাকা ‘তালাশ’ ছবির রোমান্টিক গান ‘কল্পনাতে তোর’। পুরোপুরি রোমান্টিক ধাঁচের এ গানে নজর কেড়েছে আদর-বুবলী! গত মঙ্গলবার প্রকাশিত এ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। গানের কথা ও চিত্রায়নে উঠে এসেছে প্রেমিক-প্রেমিকার নানা কল্পনা ও রোমান্স। গানটি লিখেছেন প্রসেনজিৎ ম-ল। সুর ও মিউজিক করেছেন মার্সেল। বড় পর্দায় এই নয়া জুটির রোমান্স দেখা যাবে ১৭ জুন। এদিন মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত ছবি তালাশ, প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস। জানা যায়, অর্ধশতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘তালাশ’। মূলত প্রেম, পরকীয়া, নেশাগ্রস্ত একজন রকস্টারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘তালাশ’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আদর আজাদ, যিনি ২০১৪ সালে আয়োজিত ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছিলেন। আদর জানান, অফিশিয়ালি এটিই তার প্রথম ছবি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ছবি ‘যাও পাখি বলো তারে’, ‘লোকাল’ ও ‘নাকফুল’। আরও আছেন আসিফ খান, দীপক খান, ফখরুল বাশার, মিলি বাশার প্রমুখ। এর আগে থ্রিলার ধর্মী ‘তালাশ’-এর ট্রেলার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মুগ্ধতার কথা লিখছেন। বিশেষ করে মিউজিক, সাউন্ড, কালার বিন্যাস, টুইস্ট ও প্রথম ছবি হিসেবে আদরের উপস্থিতি সবকিছু পাচ্ছে দারুণ প্রশংসা। অনেকেই মনে করছেন, ‘তালাশ’ মুক্তির পর আদর নায়ক হিসেবে আলোচনায় আসতে পারেন। আদর আজাদ বলেন, ছবির গল্প শুনে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে মনে হয়েছিল এই কাজটা আমারই। গত বছর শুটিং করলেও এখনও প্রতিটি দৃশ্যের সংলাপ মুখস্ত। মনযোগের কোনো কমতি ছিল না। পরিপূর্ণ ছবি যেমন হওয়া উচিত ‘তালাশ’ তেমনই। নানা সীমাবদ্ধতার মধ্যেও চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। বিশ্বাস করি, ‘তালাশ’ দর্শকের ভালো লাগবেই।