October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 26th, 2023, 8:58 pm

কেরাণীগঞ্জে আ. লীগের কার্যালয়ে হামলায় বিএনপি ক্যাডারদের নিন্দা নসরুলের

কেরাণীগঞ্জে বিএনপির হামলায় আহত দলের লোকদের ছবি শেয়ার করে শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিএনপি ক্যাডারদের তীব্র নিন্দা করেন।

যারা তার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করে এবং বেশ কয়েকজন কর্মীকে আহত করে।

একটি টুইটে তিনি এমন ছবি শেয়ার করেছেন, যেখানে কর্মীদের রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।

হামলার জন্য বিএনপি নেতা নিপুন রায় চৌধুরীকে দায়ী করে টুইটটি করা হয়েছে।

এতে বলা হয়েছে, নিপুন রায় ও তার রাজনৈতিক গুন্ডারা দিনের আলোতে জিঞ্জিরা #আওয়ামীলীগ সমর্থকদের ওপর নৃশংস হামলা চালিয়েছে!’

টুইটে বলা হয়েছে, ‘আমাদের সদস্যরা আহত হয়েছেন।’

বিএনপি ও এর কেন্দ্রীয় কমান্ডের সহিংসতার ইতিহাস! আসুন ঐক্যবদ্ধ হই, এই নৃশংসতার প্রতিবাদ করি, গণতন্ত্র রক্ষা করি!

হ্যাশট্যাগ দিয়ে টুইট শেষ হয়েছে

#বিএনপিরসন্ত্রাসআরনা

—-ইউএনবি