October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 25th, 2021, 6:57 pm

কে পরবে জয়ের মুকুট?

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মত দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে মিস ইউনিভার্স প্রতিযোগিতা বাছাই পর্ব এরইমধ্যে শেষ হয়েছে। এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। নভেম্বরের ৭ তারিখে দুবাইয়ে সেই কাঙ্খিত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরমধ্যে আরব আমিরাতের তিন মডেলও রয়েছেন। মূল অনুষ্ঠানের আগে চূড়ান্ত ৩০ জনের নাম ঘোষণা করা হবে। বিজয়ীরা ডিসেম্বরে বিশ্বব্যাপী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আরব আমিরাতের প্রতিনিধিত্ব করবেন। এরমধ্যে রয়েছে আরব আমিরাতের মডেল আমিরা আলাওয়াধি, মারওয়া আল হাশেমি এবং রিম বার্ডেট। গত ৭০ বছরের মধ্যে দেশের প্রথম প্রতিনিধি হয়ে আরব আমিরাতকে বিশ্বের দরবারে তুলে ধরবে তারা। আমিরা আলাওয়াধি তার অনুভূতি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। লিখেছেন,”আমি খুব উচ্ছ্বসিত যে আমি প্রথম মিস ইউনিভার্সে আমিরাতি সেরা নারীদের মধ্যে জায়গা করে নিয়েছি। আমি সত্যিই এই প্ল্যাটফর্ম এবং সুযোগটি ব্যবহার করতে চাই। নারী হিসেবে ‘সৌন্দর্য’ বলতে কী বোঝায় তা পুরো বিশ্বকে আমাদের জানানো উচিত, বিশেষ করে খালিজি নারীদের প্রতিনিধিত্ব করার জন্য।” মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শুধুমাত্র দুবাইয়ের নাগরিকরা অংশগ্রহণ করেছে। তবে দুবাইতে তিন বছর বা তার বেশি সময় ধরে রয়েছে এমন ১৮ থেকে ২৮ বছর বয়সী নারীদেরও অংশগ্রহণের সুযোগ ছিলো। হাজার হাজার আবেদনকারীর মধ্যে থেকে গত ১৫ অক্টোবর ৩০০ জনকে বাছাই করা হয়েছে।এর মধ্যে ৩০ জন প্রতিযোগি ৭ নভেম্বরের ইভেন্টে অংশ নেবে। সেখানে ৩০ জনের মধ্য থেকে আবার ১৫ জনকে নির্বাচিত করা হবে। এরপর ১৫ থেকে সেরা পাঁচ। সেরা পাঁচের জন্য একটি প্রশ্নোত্তর পর্ব থাকবে, তারপর সেরা তিন ঘোষণা করা হবে। এরপর সেই চূড়ান্ত বিজয়ীকে মুকুট পরানো হবে। ১৯৫২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরু হয়। এটা বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা।