October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 6th, 2022, 8:01 pm

কোচ ডমিঙ্গোর পাশে দাড়ালেন বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক :

চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে ডারবানে প্রথম টেস্টে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকদের কাছে হেরেছে বাজেভাবে। দ্বিতীয় ইনিংসে তো টাইগাররা গুটিয়ে গেছে মাত্র ৫৩ রানে। তবে বাংলাদেশের এমন হারের পর হেড কোচ রাসেল ডমিঙ্গোর পাশে রয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি বলেন, ‘আমার মনে হয়, যেকোনো খারাপ পারফরম্যান্সের পর আমরা অযথা ডমিঙ্গোকে বলির পাঠা বানানোর চেষ্টা করি। সব ক্রিকেটার কি ডমিঙ্গোর কথা শোনে? আমি জানতে চাই, ক্রিকেটাররা কি সত্যিই শোনে তারা (কোচরা) কী বলতে চায়?’ পাপন আরো বলেন, ‘যেসব ক্রিকেটার ডমিঙ্গোর কথা শোনে তারা ঠিকই উন্নতি করছে। আমি লিখে দিতে পারি, যদি ১৫ জন ক্রিকেটারের সঙ্গে কথা বলি, অন্তত ১১ জন বলবে ডমিঙ্গো দুর্দান্ত কোচ। দুই-তিনজন হয়তো আছে যারা ভিন্ন কথা বলবে। তারা কোচের কথা শোনে না। যারা কোচের কথা শোনে না, তাদেরকে জিজ্ঞেস করে লাভ কী? যারা কোচের সঙ্গে কাজ করছে, তাদের কথা শুনতে হবে। যখন তারা ফিরবে তখন কোচের সামনে সবার সঙ্গে বসে সব কিছু সমাধান করব। ’