November 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 14th, 2022, 7:31 pm

কোচ বেন্টোকে আবেগময় বিদায় দ: কোরিয়ার

অনলাইন ডেস্ক :

এক আবেগময় বিদায় সম্বর্ধনার মাধ্যমে দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব ছাড়লেন কোচ পাওলো বেন্টো। জাতীয় দলের হয়ে চার বছরের দায়িত্বপালনের সময়কে ‘ সুন্দর অভিজ্ঞতা’ হিসেবে বর্ননা করে বেন্টো বলেছেন, এটা কখনো ভোলার নয়। পর্তুগালের সাবেক এই আন্তর্জাতিক মিডফিল্ডার কোরিয়ার দায়িত্ব নিয়ে দলটিকে পৌঁছে দিয়েছেন কাতার বিশ^কাপের শেষ ষোলতে। গত সপ্তাহে অনুষ্ঠিত নকাউট পর্বের ম্যাচে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কোরিয়রা। পরাজয়ের পরপরই দায়িত্ব ছাড়ার ঘোষনা দেন ৫৩ বছর বয়সি ওই কোচ। সোমবার এক বিবৃতিতে বেন্টো বলেন,‘ আমি খেলোয়াড়দের আলাদাভাবে ধন্যবাদ জানাতে চাই তাদের আচরণ, নৈতিকতা এবং পেশাদারিত্বের কারনে। তারা আমার জীবনে চমৎকার একটি অভিজ্ঞতা অর্জনে সহায়তা করেছে। এটি আমি কখনো ভুলতে পারব না।’ বেন্টো আরো বলেন,‘ এই অসাধারণ অভিজ্ঞতা অর্জনের সময় আপনারা সবাই আমাকে যেভাবে সম্মান, সমীহ ও সমর্থন দিয়েছেন তার জন্য ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানানোর কোন ভাষা আমার জানা নেই।’ আগামী ফেব্রুয়ারিতে দক্ষিন কোরিয়া নতুন কোচের ঘোষণা করবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ইয়নহাপ।