চলমান কোটাবিরোধী আন্দোলন ‘বাংলা ব্লকেড’-এর অংশ হিসেবে ঢাকার বিভিন্ন প্রধান মোড়গুলোতে কঠোর অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ও শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থীরা চাঁনখারপুল মোড় ও মেয়র হানিফ ফ্লাইওভার সংলগ্ন র্যাম্প অবরোধ করে। এতে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি করে।
একই সঙ্গে পল্টন মোড় ও শিখা চত্বর অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা।
অবরোধ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, পরীবাগ, বাংলামোটর ও কারওয়ান বাজারসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা কলেজ ও আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় ইডেন মহিলা কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।
এদিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা-বাড্ডা সড়ক অবরোধ করলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এছাড়াও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড় অবরোধ করে এবং আগারগাঁও মোড় অবরোধ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
—–ইউএনবি
আরও পড়ুন
বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের তথ্যভাণ্ডার তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে: উপদেষ্টা
আড়িয়াল বিল দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপের নির্দেশ পানিসম্পদ উপদেষ্টার
নেতাদের গাড়িবহর পরিহারের নির্দেশ বিএনপির