October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 21st, 2023, 7:48 pm

কোথায় আছেন রাজ?

অনলাইন ডেস্ক :

দুর্ঘটনা ঘটার তিন দিন হতে চললো। গুরুতর আহত অভিনেতা শরীফুল রাজের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তিনি এখন কোথায় এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্ত আর নেটিজেনদের মনে। শুক্রবার রাতে হঠাৎই রক্তাক্ত অবস্থায় রাজের হাসপাতালে ভর্তি হওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। সে ছবি প্রকাশ হওয়ার পর থেকেই সংবাদ মাধ্যম নড়েচড়ে বসলে জানা যায় রক্তাক্ত রাজের অসুস্থতার বিস্তারিত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সূত্র বলছে, শুক্রবার হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি হন রাজ। তার মাথা এতটাই গুরুতরভাবে ফেটে যায় যে, মাথায় চারটি সেলাই দিয়েছেন কতর্ব্যরত চিকিৎসকরা। তবে বর্তমানে ওই হাসপাতালে নেই এই অভিনেতা। চিকিৎসা নিয়েই হাসপাতাল ছেড়েছেন তিনি। তবে কোথায়, কীভাবে, কখন এই জখম হয়েছে-তা এখনও জানা যায়নি।

এদিকে রাজের দুর্ঘটনার বিষয়টি চিত্রনায়িকা পরীমণির কাছে জানতে চাইলে তিনি জানান, ‘আমি জ্বরে অসুস্থ হয়ে এখন হাসপাতালে আছি। রাজ কোথায় আছে আমি জানি না।’ তাহলে গুরুতর অসুস্থ রাজ কোথায় গেলেন? সময়ের অনুসন্ধানী চোখে জানা যায়, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেয়ার পর এই মুহূর্তে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অবস্থান করছেন নায়ক। বিশ্বস্ত সূত্র থেকে আরও জানা যায়, রাজের শারীরিক অবস্থা মোটেও ভালো নেই। কিছুক্ষণ পর পরই জ্ঞান হারিয়ে ফেলছেন। বিষয়টি নিশ্চিত হতে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, এ বিষয়ে কিছুই জানেন না তারা। এদিকে রাজের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। শনিবার সকাল থেকে সোমবার পর্যন্ত তিন দিন রাজের মোবাইলে টানা কল দেয়ার পরও তা রিসিভ করেননি অভিনেতা।