গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকার একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৫টা ৮মিনিটের দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (গণমাধ্যম) শাহজাহান শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ৫টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পৌনে এক ঘন্টার প্রচেষ্টায় সকাল ৬টা ৫মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
—-ইউএনবি
আরও পড়ুন
বৃষ্টির জন্য দিনাজপুরে ইসতিসকার নামাজ আদায়
পেঁয়াজের কেজি ১০০ ছুঁই ছুঁই
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ, আহত ৮