September 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 20th, 2022, 7:59 pm

কোনো উস্কানির জবাব দেবে না ইউক্রেন

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনেস্কি বলেছেন, রুশ সমর্থিত পূর্বাঞ্চলে যুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি পেলেও ইউক্রেন এ ধরনের উস্কানির কোনো জবাব দেবে না। তবে তিনি বিশ্ব নেতাদের উদ্দেশে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন নিজেদের রক্ষা করতে প্রস্তুত। মিউনিখে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলেনেস্কি বলেন, ইউক্রেনের জনগণ আতঙ্কিত নয় বরং আমরা আমাদের সাধারণ জীবনযাপন করতে চাই। বিবিসির খবরে বলা হয়, ইউক্রেন সেনাবাহিনী ও পূর্বাঞ্চলে রুশ সমর্থিত বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের তৃতীয় দিনে ২ জন ইউক্রেন সেনা নিহত হয়েছে।
পশ্চিমারা নেতাদের দাবি, রাশিয়া ইউক্রেনে হামলার অজুহাত হিসেবে পূর্বাাঞ্চলে ভূয়া সংকট সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নিশ্চিত রাশিয়া ইউক্রেনে আক্রমণ করবে কিন্তু মস্কো বারাবরের মতই হামলার বিষয়টি অস্বীকার করছে। ইউক্রেন সীমান্তে প্রায় লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। যেকোন সময় রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে বলে বারবার সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে রাশিয়া ইউক্রেন আক্রমণের বিষয়টি ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে। রাশিয়া ইউক্রেন উত্তেজনায় বিভিন্ন দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে বিভিন্ন দেশ।