September 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 27th, 2021, 12:38 pm

কোভিড নিয়ম ভাঙায় ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক :

ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক পদত্যাগ করেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে নেয়া বিধি নিষেধ ভেঙে ঘনিষ্ঠ বান্ধবীকে চুমু খাওয়ার ছবি প্রকাশের পর সমালোচনা ঝড় ওঠে। এ কারণে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। সমালোচনা না থামায় পদত্যাগে বাধ্য হন।
প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে শনিবার তিনি এ পদত্যাগ পত্র জমা দেন।
জনসন বলেন, খুব দু:খের সঙ্গে তিনি তার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। তবে সেবার জন্য হ্যানককের অত্যন্ত গর্বিত হওয়া উচিত।
এদিকে পরে ডাউনিং স্ট্রিটের কার্যালয় থেকে বলা হয়েছে, রাণী দ্বিতীয় এলিজাবেথ নতুন স্বাস্থ্য মন্ত্রী হিসেবে এমপি সাজিদ জাভিদের নিয়োগ অনুমোদন দিয়েছেন। তিনি ম্যাট হ্যানককের স্থলাভিষিক্ত হচ্ছেন।
উল্লেখ্য, গত ৬ মে স্বাস্থ্য বিভাগের ভেতরেই গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের এক সহকারীকে ম্যাট হ্যানকক চুমু খান। গোপন ক্যামেরায় ধারণ করা এ ছবি প্রকাশ হয়ে পড়লে দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেছিলেন, তিনি মানুষকে হতাশ করেছেন।
গিনা কোলাডঅ্যাঞ্জেলোকে তিনিই নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে ওই ছবি প্রকাশের পর বিরোধী লেবার পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়েছিল।
তবে ডাউনিং স্ট্রিট বলেছিল, প্রধানমন্ত্রী বরিস জনসন হ্যানকককে ক্ষমা করেছেন এবং বিষয়টি এখানেই শেষ ভাবতে বলেছেন।
শেষ পর্যন্ত ঘটনার শেষ হলো হ্যানককের পদত্যাগের মধ্য দিয়ে।
উল্লেখ্য, ব্রিটেনে করোনা মোকাবিলায়, বিশেষ করে টিকাদান কর্মসূচিতে মুখ্য ভূমিকায় ছিলেন হ্যানকক।
এদিকে নতুন নিয়োগ পাওয়া জাভিদ ইতোমধ্যে দেশটির অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত অর্থমন্ত্রী এবং ২০১৮ সালে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন।
তিনি পাকিস্তানী অভিবাসী পিতা মাতার পাঁচ সন্তানের একজন।