December 1, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 19th, 2022, 7:31 pm

কোভিড মহামারি এখনই শেষ হচ্ছে না : ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক :

কোভিড মহামারি শেষের দ্বারপ্রান্তে নয় বলে বিশ্ব নেতাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। ‘নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের প্রভাব হালকা হয়ে এসেছে এবং নভেল করোনাভাইরাসের ভয়াবহতা কমে এসেছে’ এমন ভবিষ্যদ্বাণীর বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডব্লিউএইচও’র প্রধান ডা. টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস মঙ্গলবার জানান, গত সপ্তাহজুড়ে বিশ্বব্যাপী এক কোটি ৮০ লাখ মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছে। এ সম্পর্কে সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির প্রধান কার্যালয়ে মঙ্গলবার ডা. আধানম বলেন, ‘(ওমিক্রন) হালকা ধরনের রোগ এমন ধারণা বিভ্রান্তিকর। একদম ভুল করবেন না। ওমিক্রনে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং মৃত্যু হচ্ছে, এমনকি স্বাস্থ্য সেবাখাত হিমশিম খাচ্ছে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন যখন ইউরোপের অনেক দেশে রেকর্ডসংখ্যক করোনা শনাক্ত হচ্ছে। গত মঙ্গলবারও ফ্রান্সে প্রায় পাঁচ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে, ডব্লিউএইচও’র জরুরি সেবা প্রধান ডা. মাইক রায়ানও বলেছেন, ‘ওমিক্রনে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তির ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে টিকাদানে ধীরগতিসম্পন্ন দেশগুলোতে এর মাত্রা বেশি।’