October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 16th, 2023, 8:23 pm

কোয়ালিফাইয়ারে সাকিব-লিটনের গল টাইটান্স

অনলাইন ডেস্ক :

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) কোয়ালিফাইয়ারে উঠেছে সাকিব-লিটনের গল টাইটান্স। গতরাতে লিগ পর্বের শেষ ম্যাচে গল ৮ উইকেটে হারিয়েছে আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলামের কলম্বো স্ট্রাইকার্সকে। এই জয়ে ৮ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকায় কোয়ালিফাইয়ার-১এ খেলবে গল টাইটান্স। ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে লিগ পর্ব থেকেই বিদায় নিলো কলম্বো। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে গল। ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি কলম্বোর ব্যাটাররা। গল-এর দুই স্পিনার দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি ও শ্রীলংকার সেক্কুজে প্রসন্নর ঘুর্ণিতে ১৫ দশমিক ৪ ওভারে ৭৪ রানে গুটিয়ে যায় কলম্বো।

শামসি ২০ রানে ৪টি ও প্রসন্ন ১৪ রানে ৩ উইকেট নেন। বল হাতে কৃপণ ছিলেন সাকিব। ৩ দশমিক ৪ ওভার বল করে মাত্র ৮ রান খরচ করে ১ উইকেট নেন তিনি। কলম্বোর পক্ষে ৯ নম্বরে ব্যাট হাতে নেমে শূণ্যতে ফিরেন শরিফুল। ৭৫ রানের সহজ টার্গেট ৫১ বল খেলেই স্পর্শ করে গল। দলের পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ৪২ রান করেন শ্রীলংকার লাসিথ ক্রসপুলে। তিন নম্বরে নেমে ৪ বলে ১ রানে আউট হন উইকেটরক্ষক লিটন। লিটন ব্যর্থ হলেও, ২টি চারে ১৫ বলে অপরাজিত ১৭ রান করে গলের জয়ে অবদান রাখেন চার নম্বরে নামা সাকিব। কলম্বোর হয়ে বল হাতে ইনিংস শুরু করে ১ ওভারে ৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন শরিফুল। এ ম্যাচে এবারের আসরে প্রথম খেলতে নামেন লিটন ও শরিফুল।