November 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 16th, 2022, 7:44 pm

কোলনের বিপক্ষে বড় জয় পেল বায়ার্ন

অনলাইন ডেস্ক :

গত কয়েক মৌসুম ধরে দুর্দান্ত ফর্মে রয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানদোস্কি। গতরাতের ম্যাচেও করেছেন হ্যাটট্রিক। তার নৈপুণ্যে বুন্দেসলিগার ম্যাচে কোলনের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন। হ্যাটট্রিকের সুবাদে বুন্দেসলিগার ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৩০০ গোলের মাইলফলক ছুঁলেন লেভানদোস্কি। ম্যাচের নবম মিনিটে গোলের খাতা খুলেন লেভানদোস্কি। ২৫তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন কোরেন্তিন তোলিসো। ৬২তম মিনিটে নিজের দ্বিতীয় ও ৭৪তম মিনিটে তৃতীয় গোলটি করেন লেভানদোস্কি। বুন্দেসলিগার ইতিহাসে লেভাদোস্কির আগে একমাত্র ফুটবলার হিসেবে ৩০০’র বেশি গোল করেছেন জার্মান কিংবদন্তি জার্ড মুলার। তিনি ক্যারিয়ার শেষ করেছেন ৩৬৫ গোল নিয়ে। আর দুই মৌসুম জার্মানির লিগে খেললেই হয়তো রেকর্ডটি নিজের করে নেবেন লেভা। বড় জয়ের ফলে বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করেছে বায়ার্ন। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। কোলন ২৮ পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে।