November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 3rd, 2023, 8:02 pm

কোহলি-ডু প্লেসি ঝড়ে বিধ্বস্ত মুম্বাই

অনলাইন ডেস্ক :

আইপিএলের এবারের আসরের শুরুটা একেবারেই ভালো হলো না ফ্র্যাঞ্চাইজি লিগটির সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের। বিরাট কোহলি আর ফ্যাফ ডু প্লেসির ঝড়ে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ৮ উইকেটে হেরেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের মাঠে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডে প্লেসি। ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্যয়ে পড়লেও তিলক ভার্মার ৪৬ বলে ৮৪ রানের উপর ভর করে ব্যাঙ্গালুরুকে ১৭২ রানে টার্গেট দেয় মুম্বাই। তবে কোহলি-ডু প্লেসির ব্যাটিংয়ের সামনে এই লক্ষ্যও মামুলি হয়ে ওঠে ব্যাঙ্গালুরুর জন্য। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিং আর গ্লেন ম্যাক্সওয়েলের ৩ বলে ১২ রানের ক্যামিওতে ৮ উইকেটে জয় পায় ব্যাঙ্গালুরু। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাঙ্গালুরুর বোলারদের তোপের মুখে পড়ে মুম্বাইয়ের ব্যাটসম্যানরা। ইষান কিষান, ক্যামেরন গ্রিন বা সূর্যকুমার যাদব সবাইই ব্যর্থ এদিন। পারেননি রোহিতও, ১০ বলে ১ রান করেই ফিরেছেন মুম্বাই অধিনায়ক। সেখান থেকে দলকে টেনে তোলেন তিলক ভার্মা আর নেহাল ওয়াধেরা। ৯ চার আর ৪ ছয়ে ৪৬ বলে ৮৪ রান করে মুম্বাইয়ের ইনিংস ১৭২ রান পর্যন্ত নিয়ে যান তিলক। নেহাল করেন ১৩ বলে ২১ রান। শেষের দিকে ৯ বলে ১৫ রান করেন আরশাদ খান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে মুম্বাই। ১৭২ রানের বড় টার্গেটে ব্যাঙ্গালুরুর হয়ে ইনিংস ওপেন করতে নামেন বিরাট কোহলি আর ফ্যাফ ডু প্লেসি। তবে উদ্বোধনী জুটিতে দুজন মিলে যেভাবে শুরু করেছেন তাতে মনেই হয়নি তারা প্রথাগত ওপেনার নয়। ব্যাঙ্গালুরুর হয়ে উদ্বোধনী জুটিতেই ১৪৮ রান তুলে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন কোহলি-ডু প্লেসি। দুজন মিলে ওভারপ্রতি প্রায় ১০ রানরেটে। ৪৩ বলে ৫ চার ৬ ছয়ে ৭৩ রান করে ডু প্লেসি ফেরেন আরশাদ খানের বলে। এরপর দিনেশ কার্তিক অবশ্য ফিরেছেন খালি হাতেই। ওপেনিং পার্টনারকে হারালেও দলকে জয়ে এনে দিয়েই মাঠ ছেড়েছেন কোহলি। ৪৯ বলে ৬ চার ৫ ছয়ে ৮২ রান করেন কোহলি। আর ৩ বলে ২ ছয় মেরে ১২ রান করেন ম্যাক্সওয়েল। ১৬.২ ওভারেই ৮ উইকেটের জয় দিয়ে আইপিএল মিশন শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।