October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 24th, 2023, 7:44 pm

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল শেখ রাসেল

অনলাইন ডেস্ক :

বসুন্ধরা কিংসের পর ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল শেখ রাসেল। মঙ্গলবার (২৪ জানুয়ারী) মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়ে আসরের শেষ আট নিশ্চিত করে তারা। রাসেলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন নিহাত জামান। তিন দলের ‘সি’ গ্র“পে টানা দুটি ম্যাচই হারল পুলিশ। প্রথম ম্যাচে আবাহনীর কাছেও হেরেছে তারা। গত সোমবার শেখ রাসেলও জেতায় তাদের সঙ্গে আবাহনীরও নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনাল। দুই দলের মুখোমুখি শেষ ম্যাচটি গ্র“প সেরা নির্ধারনী। শেখ রাসেলকে এদিন ৭৬ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল পুলিশ। নিজের গোলের তেমন সুযোগ করতে না পারলেও রাসেলকেও সুযোগ দিচ্ছিল না। তবে বদলী নামা নিহাত ৭৭ মিনিটে এমফন উদোহর ফ্রিকিকে মাথা ছুঁইয়ে কাঙ্খিত গোলটি এনে দিয়েছেন। এরপর দীপক রায় নেমেও আক্রমণে ধার বাড়ায়। তবে পুলিশের গোলরক্ষকের দুটি ভাল সেভে ব্যবধান আর বাড়েনি। তবে জয়টাই যথেষ্ট ছিল রাসেলের শেষ আট নিশ্চিত করার জন্য। বি গ্র“প থেকে বসুন্ধরা কিংস সবার আগে এই টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে। তারপরই শেখ রাসেল এবং তাদের সঙ্গে আবাহনীও।