অনলাইন ডেস্ক :
দক্ষিণী তারকাদের মধ্যে তিনি অন্যতম উজ্জ্বল নক্ষত্র। দক্ষিণের চলচ্চিত্র গোটা ভারত তথা বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে যে কয়জন নায়কের হাত ধরে, চিরঞ্জীবী তাদের প্রথম সারিতে। সম্প্রতি একটি খবর রটে যায় যে ক্যানসারে আক্রান্ত এই মেগাস্টার। মরণব্যাধি থাবা বসিয়েছে তার শরীরে। আর এই খবর আগুনের থেকেও দ্রুত গতিতে ছড়াতে থাকে। উদ্বিগ্ন হয়ে পড়েন চিরঞ্জীবীর ভক্তরা। অবশেষে এই গুজবে ইতি টানতে নিজেই মুখ খুললেন রাম চরণের বাবা। কিছুদিন আগেই চিরঞ্জীবীকে একটি ক্যানসার সচেতনতামূলক একটি অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। এই অনুষ্ঠানে এই দক্ষিণী অভিনেতা যে বক্তব্য রেখেছিলেন, সেখান থেকেই এই ভুয়া খবরটি ছড়ায়।
সেই অনুষ্ঠানে গিয়ে চিরঞ্জীবী জানান যে তার কোলনে একটি টিউমার বা পলিপ ধরা পড়েছে। তিনি এটা বলাতেই অনেকেই অনুমান করে নেন যে তিনি বোধহয় এই রোগের শিকার হয়েছেন। এদিন বাধ্য হয়ে চিরঞ্জীবী একটি টুইট করেন। তিনি সেই টুইটে লেখেন, “কিছুদিন আগে আমি ক্যানসারের বিষয়ে সতর্ক হতে বলেছিলাম সবাইকে। একটি ক্যানসার সেন্টারের উদ্বোধনে গিয়ে আমি সেই কথা বলেছিলাম। আমি বলেছিলাম ক্যানসার আটকানো সম্ভব যদি আপনি নিয়মিত চিকিৎসার মধ্যে থাকেন। আমি একই সঙ্গে এও জানাই যে আমার কোলনে নন ক্যানসারাস পলিপ ধরা পড়েছিল যা সার্জারি করে সরিয়ে ফেলা হয়েছে। আমার একটা কথাই সবাই ভুল বুঝল। আমি বলেছিলাম যে আমি যদি আগে টেস্ট না করাতাম তাহলে হয়তো পরে গিয়ে এটা ক্যানসারে পরিণত হতে পারত। আমি তাই সবাইকে সচেতন এবং সতর্ক থাকতে বলেছিলাম।”
চিরঞ্জীবী আরও লেখেন, “আমি বলেছিলাম এক আর কিছু মিডিয়া ভুল বুঝে লিখল যে আমার নকি ক্যানসার হয়েছে! আর আমি চিকিৎসা করিয়ে সুস্থ হয়েছি। এই কারণেই একটা ভুল বোঝাবুঝি, কনফিউসন তৈরি হয়েছে। যারা আমার শুভাকাক্সক্ষী, যারা নিয়মিত আমার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন উদ্বিগ্ন হয়ে, এই পোস্টটা তাদের জন্য। আর সাংবাদিকদের অনুরোধ, না বুঝে ভুলভাল খবর লিখবেন না। অনেকে এটার জন্য আঘাত পেতে পারেন।”
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ