October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 3rd, 2023, 8:17 pm

ক্যানসারে আক্রান্ত টেনিস তারকা

অনলাইন ডেস্ক :

গলা ও স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন সাবেক নাম্বার ওয়ান নারী টেনিস খেলোয়াড় নাভ্রাতিলোভা। একক ও দ্বৈত মিলিয়ে ৫৯ গ্র্যান্ড স্লাম জিতেছে তিনি। গত সোমবার ডব্লিউটিএ’তে বিবৃতির মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নাভ্রাতিলোভা। বিবৃতিতে নাভ্রাতিলোভা বলেন, ‘এই দুটি বাজে রোগ গুরুতর, কিন্তু নিরাময়যোগ্য। অনুকূল ফলাফলের আশা করছি আমি। হয়তো কিছুদিন কষ্ট হবে, কিন্তু আমার যা আছে তা দিয়ে লড়াই করে যাবো।’ এর আগে ২০১০ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হলেও সেরে ওঠেছিলেন তিনি। ৬৬ বছর বয়সী কিংবদন্তি টেনিস তারকা আরও জানান, গত নভেম্বরে ডব্লিউটিএ ফাইনাল চলাকালে ক্যানসার বাসা বেঁধেছিল। ঘাড়ে লসিকা গ্রন্থি ফুলে যায়, সেরে না ওঠায় বায়োপসি করান। সবশেষ ক্যানসারটি প্রাথমিক ধাপে রয়েছে। চিকিৎসা শুরু হবে আগামী সপ্তাহে।