October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 27th, 2021, 8:06 pm

ক্যান্টিনে রোনালদোর খাবারের মেনু নিয়ে অসন্তোষ সতীর্থা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগদানের এক মাস পার না হতেই নাকি দলের ভেতর ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে অসন্তোষের সৃষ্টি হয়েছে। সতীর্থদের রাগের কারণ নাকি রোনালদোর খাবারের মেনু। ইদানীং রোনালদোর পছন্দের খাবারগুলোই ম্যান ইউয়ের ক্যান্টিনে পাওয়া যাচ্ছে এবং বাকি ফুটবলারদের সেটাই খেতে হচ্ছে। শরীর নিয়ে রোনালদো বরাবরই সচেতন। যে কারণে ৩৬ বছর বয়সেও তিনি টগবগে তরুণের মতো মাঠ দাপিয়ে বেড়ান। শরীর ঠিক রাখতে হলে তো খাবার নিয়ন্ত্রণ করতেই হবে। রোনালদো সবসময় প্রোটিন-জাতীয় খাবারের উপর বিশেষ জোর দেন। তার খাবারের ধরন বাকিদের থেকে অনেকটাই আলাদা। জীবনে কোনোদিন তিনি মদ ছুয়ে দেখেননি। রোনালদো অনেকবার বলেছেন যে, সঠিক খাবারই যে তার দুর্দান্ত ফিটনেসের বড় কারণ। ম্যাঞ্চেস্টারে যোগ দেওয়ার পর তিনি খাবারের মেনুতে অক্টোপাস এবং পর্তুগিজ খাবার ‘বালকাহু’ যোগ করতে বলেছেন। সেই খাবার এখন ক্যান্টিনে পাওয়া যাচ্ছে। রোনালদো নাকি তার বাকি সতীর্থদের সেই খাবার খেতে অনুরোধ করছেন। কিন্তু অনেকেই সেই খাবার খেতে পারছেন না। বিশেষত, অক্টোপাস নিয়েই নাকি সবচেয়ে বেশি বিরোধিতা হচ্ছে। বাকি ফুটবলাররা নিজের পছন্দের খাবার বদলাতে রাজি নন। নাম প্রকাশ না করে দলের এক সদস্য বলেছেন, ‘ক্রিশ্চিয়ানোর মেনুতে প্রোটিন থাকে। হ্যাম, ডিম, অক্টোপাস নিয়মিত দেখা যায়। কিন্তু বাকিরা কিছুতেই সেই খাবার খেতে চায় না। রোনালদোর অনুরোধে কয়েকজন পর্তুগিজ খাবার খেয়েছিল। কিন্তু তারা প্রচ- হতাশ।’