October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 24th, 2022, 8:42 pm

ক্যান্সারে মারা গেছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা মেডেলিন অলব্রাইট ৮৪ বছর বয়সে মারা গেছেন। নাৎসি বাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে শিশু বয়সে চেকোস্লোভাকিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ক্লিন্টন সরকারের আমলে ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান মেডেলিন অলব্রাইট। পরিবারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। বিবৃতিতে জানানো হয়, মৃত্যুর সময়ে পরিবার ও বন্ধুরা তার পাশে ছিলেন। ২০০১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন মেডেলিন অলব্রাইট। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সময় ‘গণতন্ত্রের চ্যাম্পিয়ন’ হিসেবে পরিচিতি পাওয়া মেডেলিন অলব্রাইট কসভোয় জাতিগত দমন অভিযান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৩৭ সালে তৎকালীন চেকস্লোভাকিয়ার প্রাগে জন্ম নেওয়া অলব্রাইটের বাবা ছিলেন একজন কূটনীতিক। ১৯৩৯ সালে নাৎসিরা চেকস্লোভাকিয়া দখলের পর তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসনে যেতে বাধ্য হন। মেডেলিন অলব্রাইট ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তারা রাজনৈতিক আশ্রয় নেন। ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান তিনি। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগেই হোয়াইট হাউজে কাজ শুরু করেন মেডেলিন অলব্রাইট। জিমি কার্টারের আমলে হোয়াইট হাউজে যোগ দিয়ে পরে ভাইস প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেন। ১৯৯৩ সালে বিল ক্লিনটন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত করা হয় মেডেলিন অলব্রাইটকে। পরে পররাষ্ট্রমন্ত্রী করা হয় তাকে। সূত্র: বিবিসি