November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 11th, 2022, 7:47 pm

‘ক্যাবরেরাকে নিয়ে সিদ্ধান্ত সামনে মাসে’

অনলাইন ডেস্ক :

জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে হ্যাভিয়ের ক্যাবরেরা বাংলাদেশের ডাগআউটে দাড়িয়েছেন ৮ ম্যাচে। ৫ জয় আর ২ ড্রয়ের বিপরীতে জিতেছেন মাত্র ১টি ম্যাচে। এমন পারফরম্যান্সের পর জাতীয় দলে ক্যাবরেরার ভবিষ্যত নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। মঙ্গলবার জাতীয় দল কমিটির সভায় সেই প্রশ্নের উত্তরই জানিয়েছে জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। ক্যাবরেরার ব্যাপারে আগামী নভেম্বর মাসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আগামী ডিসেম্বরেই ক্যাবরেরার সঙ্গে চুক্তি শেষ হবে বাফুফের। তার অধীনে দলের হতশ্রী পারফরম্যান্সের পরও তার সঙ্গে বাফুফে চুক্তি করবে কিনা সেটি নিয়ে জল্পনা-কল্পনা চলছে বিস্তর। সভা শেষে কাজী নাবিল আহমেদ বলেন, ‘মঙ্গলবার (১১ অক্টোবর) বিগত ম্যাচগুলোর পর্যালোচনা হয়েছে। আগামী বছর কি কি খেলা আছে সেটা নিয়েও আলোচনা হয়েছে। আগামী মাসে আরেকটি সভা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু ডিসেম্বরে মেয়াদ (ক্যাবরেরা) শেষ ফলে এক মাস আগে এ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যালোচনা প্রয়োজন। আমরা কি চেয়েছিলাম, কতটুকু হয়েছে কি হয়নি।’ বাংলাদেশের হয়ে ৮ ম্যাচে দায়িত্ব পালন করে কম্বোডিয়ার বিপক্ষে মাত্র ১ ম্যাচে জয় এনে দিয়েছে ক্যাবরেরা। তার এমন পারফরম্যান্সের ব্যাপারে নাবিল আহমেদ বলেন, ‘কিছু ম্যাচ আমরা ভালো করেছি, আবার কিছু খারাপ। যেমন কম্বোডিয়ায় জিতেছি এটা যেমন ভালো আবার নেপালে হেরেছি দুঃখজনক।’